| |

Ad

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত

আপডেটঃ 1:39 pm | September 16, 2019

ময়মনসিংহ , ২রা সেপ্টেম্বর : ময়মনসিংহ সদর উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুলবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় বালক ময়মনসিংহ পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় অস্টধার প্রাথমিক বিদ্যালয়কে ২ Ñ ০ গোলে পরাজিত করে এবং বালিকা মহজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২ Ñ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে ট্রফি তোলে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান ও উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য জাহাঙ্গীর আহমেদ, উপজেলার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন ও উপজেলা শিক্ষা অফিসার আবদুল্যাহ আল বাকী।