ফুলপুরে ১লাখ ১০ হাজার বৃক্ষরেোপন
আপডেটঃ 12:19 pm | September 11, 2019
রফিক বিশ্বাস।।। ময়মনসিংহের ফুলপুরে ১১ সেপ্টম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজিক বনায়নের মাধ্যমে গ্রীণ ফুলপুর গড়ার লক্ষে বিভিন্ন ইউনিয়নে ও স্কুল,কলেজ মাদ্রাসা, রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । উত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অাতাউল করিম রাসেল,ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী,উপজেলা অাওয়ামী লীগের সিনিয়র যুগ্ম অাহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম অাহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব),পৌরসভা মেয়র মো : অামিনুল হক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভুইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার সিহাব উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ।