| |

Ad

ঈশ্বরগঞ্জ ট্রাকের চাকায় পিষ্ট শিশু

আপডেটঃ 12:18 pm | September 09, 2019

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতক:- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলিফ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার মাইজভাগ ইউনিয়নের গোকুলনগরের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলিফ তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতেন। সোমবার আলিফের দাদি আয়েশা খাতুন ঢাকা থেকে তাকে নিয়ে ঈশ্বরগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন। ঈশ্বরগঞ্জ নামার পর বাড়িতে যাওয়ার জন্য নাতিকে নিয়ে ইজিবাইকে চড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বটতলা যান।

ইজিবাইক থেকে নেমে পাশে ভাড়া পরিশোধ করার সময় আলিফ তার দাদাকে দেখে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় ময়মনসিংহগামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’