| |

Ad

ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে বাংলাদেশের শ্রেষ্ঠ সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে চাই : সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র টিটু

আপডেটঃ 1:11 pm | September 08, 2019

সালাউদ্দিন বেলাল : গত ৭ সেপ্টেম্বর রাত ৯ টায় ময়মনসিংহ ক্লাব লিমিটেড এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত প্রথম মেয়র মো: ইকরামুল হক টিটুকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ময়মনসিংহ ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর এপিএস এ.কে.এম সাজ্জাদ হোসেন শাহীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। বক্তব্য শেষে মেয়র মো: ইকরামুল হক টিটুকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।