| |

Ad

তারাকান্দায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

আপডেটঃ 12:47 pm | September 07, 2019

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার তালদিঘী স্কুল মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তারাকান্দা উপজেলা প্রশাসন উদ্দ্যোগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতার আন্তঃইউনিয়ন টুর্নামেন্টে ঢাকুয়া ইউনিয়ন একাদশ ও বানিহালা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। ইউএনও সারমিন সুলতানার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার চক্রবর্ত্তী, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল, আবুল হাসনাত আছমত, আলহাজ্ব মো: আব্দুল জব্বার প্রমুখ।