| |

Ad

যৌন নিপিরন বন্ধের দাবীতে মানব বন্দন ।

আপডেটঃ 1:34 pm | September 03, 2019


(মোঃ শহীদুল ইসলাম, নেত্রকোণা):- নেত্রকোণা মদন উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি উদীচী শীল্প গোষ্ঠী স্বাবলম্বী উন্নয়ন সমিতি উদ্যাগে ধর্ষন পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দারানোর লক্ষে মঙ্গলবার মদনে জুবাইদা রহমান মহিলা কলেজে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি নেতৃবিন্দু শিক্ষক ছাত্র/ছাত্রী মানব বন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী নির্যাতন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক হাজী করনী, প্রভাষক তাহমিনা আক্তার, নারগিস বেগম, মুসলিমা খানম, নজরুল ইসলাম ভূইয়া, খায়রুল বাসার ও প্রভাষক শহিদুল আজম, আফিস সহকারী আলী উসমান সহ গণমাধ্যম কর্মিগণ।