| |

Ad

ফুলপুরে সীডস প্রকল্পের অবহিতকরন সভা

আপডেটঃ 2:56 pm | September 02, 2019

 

ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি : ফুলপুর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে সীডস প্রকল্পের অবহিতকরণ সভা বেলা ১১ টায় অনুষ্টিত হয় । প্রকল্পটি ১০০০টি গ্রামীণ হতদরিদ্র, ক্ষমতাহীন, সামাজিকভাবে বঞ্চিত, প্রান্তিক পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আলোচনা করা হয়।

স্ট্রমী ফাউন্ডেশন এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রকল্পটি বাস্থবায়ন করছে। প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল াচেয়ারম্যান মো: আতাউল করীম রাসেল । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী প্রকল্প পরিচালক মুর্শেদ ইকবাল রিমু ।
প্রকল্প অবহিতকরন সভাটি সঞ্চালন করেন মো: মিজানুর রহমান ও সার্বিক ব্যবস্থপনায় ছিলেন ছানোয়ার হোসেন খান পাঠান, প্রোগ্রাম ম্যানেজার, সীডস প্রকল্প,স্বাবলম্বী উন্নয়ন সমিতি। আগামী ৫ বছর অত্র সংস্থাটি ফুলপুর উপজেলাধীন ৪ টি (পয়ারী, ফুরপুর সদর, রুপসী ও সিংহেশ^র) ইউনিয়নে কাজ করবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান ভাইস চেয়ারম্যান, ফুলপুর উপজেলা পরিষদ , রোকেয়া পারভীন লাকী, ভাইস চেয়ারম্যান (মহিলা),ফুলপুর উপজেলা পরিষদ।

মফিজুল ইসলাম চেয়ারম্যান, ৬ নং পয়ারী ইউনিয়ন পরিষদ, ডাঃ আব্দুল মোতালেব চেয়ারম্যান ৪ নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ , জাহাঙ্গীর আলম চেয়ারম্যান ৫ নং ফুলপুর ইউনিয়ন পরিষদ ও আবুল কালাম আজাদ ৮ নং রুপসী ইউনিয়ন পরিষদ।

ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ০৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ০৪ টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিব বৃন্দ ,এনজিও কর্মকর্তাবৃন্দ, ও স্বাবলম্বীর কর্মকর্তাবৃন্দ সহ মোট ৬৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। যার মধো নারী ১১ জন পুরুষ ৫৪ জন।