| |

Ad

প্রতিমন্ত্রি শরীফ আহমেদ এম পির হাত ধরে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

আপডেটঃ 2:14 pm | September 01, 2019

ইব্রাহিম মুকুট: ময়মনসিংহে সমাজকল্যাণ প্রতিমন্ত্রি শরীফ আহমেদ এম পির হাত ধরে একরাম হোসেন চৌধুরীর পান্নার নেতৃত্বে ফুলপুর উপজেলার বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

গতকাল ৩১শে আগষ্ট শনিবার রাত নয় ঘটিকায় ময়মনসিংহস্থ সমাজকল্যাণ প্রতিমন্ত্রি শরীফ আহমেদ এম পির নিজ বাসভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রি শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখে ফুলপুর উপজেলার ৭নং রহীমগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরীর পান্না বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয়।

উল্লেখ্য একরাম হোসেন চৌধুরী পান্না এর আগে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করিতে আসিলে মন্ত্রিমহোদয় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের মিষ্টি মুখ করান।একরাম হোসেন চৌধুরী পান্নার পিতা মৃত শেখ আনোযার হোসেন চৌধুরী দীর্ঘদিন এক’ই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিল।

এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাউন্সিলর কামাল খান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীরন চৌধুরী, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফিরোজ আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ মাষ্টার এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।