| |

Ad

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্ধোধন

আপডেটঃ 2:13 pm | September 01, 2019


মতিউর রহমান মতি (ময়মনসিংহ) ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে টুর্ণামেন্ট উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরুল ইমাম। ইউএনও উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাপার সিনিয়র সহ-সভপতি নুরুল ইসলাম খান সুরুজ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। খেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দল অংশগ্রহণ করছে।