| |

Ad

নান্দাইলে কৃতি ছাত্রদের সম্মাননা ও বৃত্তি প্রদান

আপডেটঃ 1:02 pm | August 31, 2019

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা :  ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদরে অবস্থিত চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রদের গতকাল শনিবার ( ৩১ আগস্ট) সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন বৃত্তি তহবিল কমিটি থেকে এ বৃত্তি প্রদান করা হয়। উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রাশিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল মনসুর, সাবেক নির্বাহী প্রকৌশলী এবিএম শাজাহান সরকার, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, শেরে বাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আলী আহসান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাযহারুল হক ফকির, চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা প্রমুখ।

শতবর্ষ উদযাপন বৃত্তি তহবিল থেকে উক্ত বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ও প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রতি বছর এবৃত্তি প্রদান করা হয় বলে জানা গেছে।