| |

Ad

রৌমারীতে বিজিবি’র অভিযানে ৩৯৫ পিছ ইয়াবাসহ যুবক আটক

আপডেটঃ 12:47 pm | August 31, 2019

শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি :বিজিবি’র অভিযানে ৩৯৫ পিছ ভারতীয় ইয়াবাসহ মাহুবর রহমান (২৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। ৩০আগস্ট (শুক্রবার) দুপুর ১২ টার দিকে রৌমারী উপজেলার চর গয়টাপাড়া নামক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম, পিবিজিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন দাঁতভাংগা বিওপি’র নায়েব সুবেদার মোঃ জয়েন উদ্দিন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৩/এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গয়টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাহুবরকে আটক করতে সক্ষম হয়। সে দাঁতভাংগা ইউনিয়নের ভেড়ামারা ইঁটালুকান্দা গ্রামের লাল বাহাদুরের ছেলে বলে জানা গেছে। পরে আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে।