| |

Ad

ত্রিশালে ডেঙ্গু জ্বরে পোষাক শ্রমিক হাফিজুলের মৃত্যু

আপডেটঃ 1:51 pm | August 28, 2019

খ ম শফিক, ত্রিশাল, প্রতিনিধি: ময়মনসিংহ ত্রিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফিজুল ইসলাম (৩৫) নামের এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাফিজুল ইসলাম ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের ইউনুছ আলীর ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানায় গাজিপুরে এক গার্মেন্টসে চাকরি করতো হাফিজুল। চাকরিরত অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে জ্বর নিয়েই ঈদের ছুটিতে বাড়িতে আসেন। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় ঈদের দু’দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাৎক্ষনিক চিকিৎসা শুরু হয়। হাসপাতালের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে কয়েক দিন পর বাড়ী চলে আসেন। পুনরায় জ্বর শুরু হলে গত ২৭ আগস্ট (মঙ্গলবার) হাফিজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় ২৮ আগস্ট (বুধবার) ভোরে হাফিজুলের মৃত্যু হয়।
এ বিষয়ে ত্রিশাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান ফকিরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান- ত্রিশালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া কোন রোগী পাওয়া যায়নি এসব রোগী ঢাকা-গাজীপুর সহ দেশের অন্যান্য জায়গা হতে আক্রান্ত হয়ে আসছেন। আমরা এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় সর্বদায় প্রস্তুত রয়েছি। হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে তিনি জানায়।