| |

Ad

কেন্দুয়ায় জুড়াইল প্রবীণ নাগরিক ক্লাবের মত বিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেটঃ 1:46 pm | August 28, 2019


সাইফুল আলম:- বুধবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল প্রবীণ নাগরিক ক্লাবের উদ্যোগে মত বিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় প্রবীণ নাগরিক ক্লাবের সভাপতির সভাপতিত্বে জুড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সানা,কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এ সভায় এলাকাবাসীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।