| |

Ad

ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যু বাষিকী পালিত

আপডেটঃ 2:33 pm | August 27, 2019


ত্রিশাল সংবাদদাতা : ময়মনসিংহ ত্রিশালে রিপোর্টার্স ক্লাবের আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যু বার্ষিকী আজ ১২ ভাদ্র। সাম্যের কবি, দ্রোহের কবি, ভালবাসার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় এ কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সকাল ১০টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি বৃন্দগণ তাদের বক্তৃতায় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবির বর্নাঢ্য জীবনের খুরদ্বার লেখনি সম্পর্কে বিশদ আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাব্বির রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য কলামিস্ট নিতাই চন্দ্র রায়, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা এন.বি.এম ইব্রাহিম রহিম, কবি রিয়েল আব্দুল্লাহ, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর নেত্রকোনা কলমাকান্দা থেকে আগত পাহাড়ি কবি খ্যাত মোঃ নূরুল ইসলাম মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের কোষাধক্ষ্য সাংবাদিক নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক, গ্রামীণ নিউজের উপ-সম্পাদক মমিনুল ইসলাম (মমিন), শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ, বিশিষ্ট্য কণ্ঠশিল্পী ইসরাত জাহান নিপা সহ আরও অনেকেই। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন। সভায় আলোচনা শেষে কবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।