| |

Ad

ময়মনসিংহে পুলিশ সমাবেশ ও মতবিনিময় সভায় এডিশনাল আইজি মোখলেসুর রহমান

আপডেটঃ 3:37 pm | November 27, 2017

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের থানাগুলোতে শিশুবান্ধব ডেস্ক-কক্ষ নির্মাণ, সিডিএমএস-এর হালনাগাদকরণ, জঙ্গি তৎপরতা ও মাদক নির্মূল বিষয়ে পুলিশ সমাবেশ ও পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ পুলিশের ডিআইজি অফিসের আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের এডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. মোখলেসুর রহমান। পুলিশের এ গুরুত্বপূর্ন সভায় ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ পুলিশের অনেক উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।