| |

Ad

ধুরাইল ইউনিয়নে জি, আর, চাউল বিতরণ

আপডেটঃ 2:17 pm | August 20, 2019

দুলার রায়:-সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নে জি,আর, চাউল বিতরণ অনুষ্ঠিত হয়, বন্যা, অতি বৃষ্টি, পাহাড়ী ঢল, দুস্থ ও ক্ষতিগ্রস্থদের মাঝে মাথাপিছু ২০ কেজি হারে ২০০ জন সুবিধা ভোগির মাঝে বিতরণ করা হয়। চাউল বিতরণ করেন মো: ওয়ারিছ উদ্দিন (সুমন) চেয়ারম্যান ১০ নং ধুরাইল ইউনিয়ন পরিষদ হালুয়াঘাট। এসময় এলাকার গন্যামান্য সুধীব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।