| |

Ad

আপডেটঃ 2:14 pm | August 20, 2019

গত ২০ আগষ্ট মঙ্গলবার জেলা হিসাব রক্ষণ কার্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের উপর ভর করে মাননীয় প্রধান শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নশীল দেশের মর্যাদা এনে দিয়েছেন ও ৪৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ও বাঙ্গালী জাতির সবচেয়ে মর্মস্পর্শী শোকের দিন হচ্ছে ১৫ আগষ্ট। জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়েছে জাতির পিতার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী।