| |

Ad

তারাকান্দায় মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

আপডেটঃ 2:12 pm | August 20, 2019

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ ময়মনসিংহের তারাকান্দায় মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে ও উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলার মুক্ত জলাশয় দিয়াই নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা দিস্তা দিয়াই নদীতে ১৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় ময়মনসিংহ জেলা মৎস অফিসের সহকারী পরিচালক হাসিনা আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা শাহানাজ নাজনীন, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, বানিহালা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত আছমত উপস্থিত ছিলেন।