| |

Ad

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ৯ম ওয়েজবোর্ডের বিরুদ্ধে নোয়াবের মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

আপডেটঃ 2:05 pm | August 18, 2019

 মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ৯ম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের বিরুদ্ধে নোয়াবের মামলার প্রতিবাদ, গণমাধ্যমকর্মী আইন পাস ও ঢালাও ছাঁটাই বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে ১৮ অক্টোবর রোববার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আতাউল করিম খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠান পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব মীর গোলাম মোস্তফা, বিএফইজে নেতা সাহিদুল আলম খসরু, নিয়ামুল কবির সজল, অমিত রায় প্রমুখ।

এসময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো: আবুল হাশিম, নাসির উদ্দিন আহমেদ, মো: আবুল কাশেম, মো: শরিফুজ্জামান টিটু, মো: নাজমুল হুদা মানিক, এম এ আজিজ, মো: কামাল হোসেন, বিপ্লব বসাক, মো: রফিকুল ইসলাম রুবেল, হোসাইন শাহিদ, রুশো, মো: আজিজুর রহমান খোকন, মো: মঈন উদ্দিন রায়হান, প্রদীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।