| |

Ad

ময়মনসিংহে তিতাস গ্যাসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আপডেটঃ 12:31 pm | August 18, 2019

স্টাফ রিপোর্টার : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি: আঞ্চলিক বিপনন ডিভিশন ময়মনসিংহের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। মিলাদ শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো:লি: এর আঞ্চলিক বিপনন ডিভিশন ময়মনসিংহের ব্যবস্থাপক মো: এমদাদুল হক, ব্যবস্থাপক সাধনান্দ রায়, ব্যবস্থাপক মো: শাহজাহান আলী, তিতাস গ্যাস আঞ্চলিক কমিটির সভাপতি মো: রুহুল গণি তালুকদার, ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের সহ সভাপতি, তিতাস গ্যাস আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন সহ ময়মনসিংহ তিতাস গ্যাসের সকল কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।