| |

Ad

ময়মনসিংহে সোনালী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আপডেটঃ 1:28 pm | August 17, 2019

স্টাফ রিপোর্টার : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ সোনালী ব্যাংকের কর্মচারী সংগঠন ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং: বি-২০২ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল ও ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাহফেরাত কামনা করে দোয়া । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ ছায়েফ উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক আব্দুল মজিদ, তুহিন কান্তি চক্রবর্তী, সহকারী মহাব্যবস্থাপক মো: মাহবুবুল ইসলাম খান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষর প্রিন্সিপাল কমিটির সভাপতি মো: জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান সহ সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।