| |

Ad

আজ যতীন সরকারের ৮৪তম জন্মবার্ষিকী

আপডেটঃ 1:17 pm | August 17, 2019

কেন্দুয়া প্রতিনিধি: আজ(১৮আগস্ট) রোববার বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক,গবেষক অধ্যাপক যতীন সরকারের ৮৪ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জন্মবার্ষিকী উদযাপন পরিষদ না না কর্মসূচী গ্রহন করেছে। উদযাপন পরিষদের সদস্য সচিব মো:আলমগীর জানান, ১৮ আগস্ট যতীন স্যারের ৮৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ৮৪টি মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে তাঁর নিজ বাসভবন নেত্রকোণার সাতপাইস্থ “বাণপ্রস্থ” এ বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে। এসময় স্যারকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পড়ানো হবে। পরে শুভেচ্ছাপত্র পাঠ এবং “পৃথিবীটা কার বসে” শিরোনামে আলোচনা করবেন, অধ্যাপক বিধান মিত্র, স্বপন ধরসহ অন্যান্য আলোচকবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে লেখক,কবি,সাহিত্যিক,শিল্পীসহ শুভানুধ্যায়ীদের মিলন মেলায় পরিনত হবে।