| |

Ad

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৩০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২।

আপডেটঃ 1:34 pm | August 14, 2019

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ সাহেবের নেতৃত্বে ও নির্দেশে ক্রমে ইং ১১/০৮/১৯ তারিখ এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান, এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) আমির হামজা, কং/৬৯৬ জাকির হোসেন, কং/৫৭৫ লাল মামুদ, কং/১১৮৯ জাহাঙ্গীর আলম, কং/৫৮৭ মোঃ ইমতিয়াজ, কং/৫৭১ মোঃ সোহাগ সহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১১/০৮/১৯ তারিখ সকাল ০৭.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন দিঘারাকান্দা আজাদ ফিলিং ষ্টেশটের সামনে হতে ৩০০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জমির হোসেন(৪২), পিতা মৃত-হাসমত আলী, মাতা মৃত-রৌশনা বেগম, ২। সোহেল মিয়া(৩০), পিতা মৃত-মোঃ তারা মিয়া, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, উভয় সাং-দক্ষিন তেতাভুমি, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।