| |

Ad

বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেটঃ 12:38 pm | August 10, 2019

গতকাল ১০ আগস্ট ২০১৪৯ খ্রি. পাটগুদাম ব্রীজ সংঃলগ্ন মনোয়ার খাতুন পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাকৃবি শিক্ষক সংগঠন নীল দলের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু, নীল দল এর সভাপতি প্রফেসর ড. আহসান বীন হাবিব, নীল দলের সাধারণ সম্পাদক প্রফেসর সাজ্জাদ হোসেন সেলিম, থিয়েটার সংলাপ এর উপদেষ্টা কৃষি অর্থনীতিবিদ ড. ফকির আজমল হুদা, থিয়েটার সংলাপ এর সভাপতি সুবীর দত্ত, থিয়েটার সংলাপ এর সহযোদ্ধা চিত্তরঞ্জন দাস, পিসি লিটন, পলাশ দেব ও রজত কান্তি দেবনাথ। সার্বিক সহযোগিতায় : থিয়েটার সংলাপ, চিলড্রেনস হেভেন, চিলড্রেনসে কেয়ার।
বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় এর শিক্ষক সংগঠন নীল দল নিজেদের একদিনের বেতন এই ত্রাণ তহরিবলে দান করেন। ৫০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও আরও তিনটি স্থানে তাদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।