| |

Ad

জাতীয় শোক দিবসে মুক্তাগাছা খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

আপডেটঃ 12:49 pm | August 09, 2019

মুক্তাগাছা প্রতিনিধি :- জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তাগাছা উপজেলার খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মাদ্রাসা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার খ ম আব্দুল গনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর আরোচনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, সহকারী সুপার মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ আলী ও মোফাজ্জল হোসেন কালা মিয়া। এতে প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশপ্রেমিক ও সুনাগরিক হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

এ উপলক্ষে বিকেলে কুইজ প্রতিযোগিতায় ক বিভাগে ফারজানা আফরিন, মোঃ এনায়েতুল্লাহ, সুমাইয়া আক্তার তানহা এবং খ বিভাগে সুমাইয়া ইয়াসমিন, জাকিয়া সুলতানা ইভা ও হাফছা আক্তারের হাতে পুনস্কার তুলে দেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা।