| |

Ad

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেটঃ 12:41 pm | August 09, 2019


এসএম নয়ন, ঝিনাইগাতী প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট শুক্রবার স্থানীয় বিভিন্ন আদিবাসী সংগঠনের উদ্যোগে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বাগাছাসের সহ-সভাপতি সৌহার্দ্য চিরাং, উপজেলা সিলইন্টা ব্রাঞ্চ ম্যানেজার রুয়েল কোচ, কোচ কালচারাল ডেভেলমেন্ট একাডেমি ও পিলাচের প্রতিষ্ঠাতা সভাপতি যুগল কিশোর কোচ, মরিয়মনগর ওয়াইএমসি এর সভাপতি পবিত্র ¤্রং প্রমূখ। পরে মরিয়মনগরে আদিবাসী শিল্পিদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।