| |

Ad

কেন্দুয়ায় বঙ্গমাতার ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

আপডেটঃ 12:38 pm | August 09, 2019

সাইফুল আলম:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর সভার বাদে আঠারবাড়ি গ্রামে নারীদের সাথে উঠান বৈঠক ও আলোচনা
সভায় বক্ত্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম,

এ সময় তিনি গ্রামের নারীদের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন তথ্য তুলে আলোচনা সভায় বলেন,
১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম।

তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও উৎসাহের কেন্দ্রবিন্দু, সে ভাবে আমাদের নারীরাও হতে পারেন প্রেরণাদানকারী,পেতে পারেন নিজেদের জন্যে প্রেরণা আর সাহস। নারীদের মাঝে স্বপ্ন ছড়িয়ে দেবার ক্ষুদ্র প্রচেষ্টা। কারণ, স্বপ্নই বদলে দিতে পারে জীবনের মোড়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান কেন্দুয়া তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা অনিকা আক্তারসহ পৌর সভার বিভিন্ন গ্রাম থেকে আসা নারীরা।