ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ
আপডেটঃ 3:20 pm | August 08, 2019
এসএম নয়ন, ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব মেশিন বিতরণ করা হয়। মেশিন বিতরণ করেন,উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা.লাইলী বেগমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২০১৮-১৯ অর্থ বছরে এডিপি’র অর্থায়ানে ১’শ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন,২১ পরিবারের মাঝে টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১’শ টি চেয়ার এবং ক্লাবসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়ারদের মাঝে ১৪৩ টি ফুটবল বিতরণ করা হয়।