| |

Ad

উন্নয়ন সহযোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত

আপডেটঃ 2:47 pm | August 07, 2019

 


শহর প্রতিনিধি: গত ৭আগষ্ট বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এপি এর আয়োজনে উন্নয়ন সহযোগীদের মধ্যে উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজনুর রহমান।

উন্নয়ন সহযোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর সভাতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হেলথ গ্রেটার ময়মনসিংহ রিজয়ন টেকনিকেল প্রোগ্রাম কো – অর্ডিনেটর জয়ন্ত কুমান নাথ, প্রোগ্রাম অফিসার আশুতোষ রেমা, দাপুনিয়া ডি.কে.জি.এস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুল হাসান আরিফ, বয়রা নব উত্তান সংগের সভাপতি আ. কদ্দুছ, বয়রা ভিডিসিও এর ছাদিকুল ইসলাম খোকন, উপজেলা শিশু ফোরামের সভাপতি কথা আক্তার।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ এপিসি এরিয়া প্রোগ্রাম ক্লাসটার ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও। উক্ত অনুষ্ঠানে অথিতিবৃন্দ তাদের বক্তব্যে ময়মনসিংহ এলাকায় প্রতিবন্ধি, হত দরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের মধ্যে উপকরণ বিতরণ করায় ময়মনসিংহ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্তৃপক্ষকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।