| |

Ad

তারাকান্দায় পুলিশের উদ্দোগে চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্টিত

আপডেটঃ 2:42 pm | August 07, 2019


রফিক বিশ্বাস।। ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ৭ আগষ্ট বুধবার পুলিশের উদ্দোগে চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। তারাকান্দা থানা পুলিশের উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে থানা ভবন প্রাঙ্গনে ” রং তুলিতে আকিঁ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চিত্রাকংন প্রতিযোগিতা তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে বিচারক ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত)আবুল খায়ের, উপজেলা সহঃ প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সন্জয় কুমার বনিক,তারাকান্দা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবীর,গোহালকান্দি সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলুৎফিকা জাহান, গির্দাপাড়া সঃপ্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক । উক্ত চিত্রাকংন প্রতিযোগিতা তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,গির্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়,এইচ,এ ডিজিটাল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন।