ঈশ্বরগঞ্জের ইউ.এন.ও – তুয়া ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়
আপডেটঃ 2:16 pm | August 05, 2019
মতিউর রহমান মতি:- ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনা সৃষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে মতবিনিময় সভা ৪ আগষ্ট রোজঃ রবিবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া। তিনি বলেন ডেঙ্গু রোগ অত্যন্ত মারাত্মক ব্যাধি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সজাগ সর্তক থাকতে হবে। বসত বাড়ি অফিস এমনকি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা ফেলা যাবে না। এ রোগের লক্ষণ হওয়া মাত্রই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া মুন। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, চরজিথর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজবাহ উদ্দিন, ফানুর দাখিল মাদরাসার সুপার, হযরত মাওলানা জমির উদ্দিন প্রমুখ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।