| |

Ad

ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর সংবাদ সম্মেলন

আপডেটঃ 2:29 pm | August 04, 2019

শহর প্রতিনিধি: ময়মনসিংহ শহরস্থ পুরাতন ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর সংবাদ সম্মেলন গত ৪ জুলাই রবিবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চেয়ারম্যান গাজী হাসান কামাল, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম, জাতীয় পার্টির জেলার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা দক্ষিণ বি.এন.পি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা বিএনপির মহিলা বিষয় সম্পাদীকা ফরিদা পারভীন, অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত পলিটিকাল ফেলো মাহমুদা হোসেন মলি ও জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত পলিটিকাল ফেলো তাসলিমা মাহজাবীন জেরীন এবং জাতীয় পার্টির মনোনিত পলিটিকাল ফেলো মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই উল্লেখ্যিত বিষয়ের উপর বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের কো অর্ডিনেটর নিরুপমা ভৌমিক। এসময় ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চল আওয়ামীলীগের মাস্টার ট্রেইনার সুমন চন্দ্র ঘোষ ।