| |

Ad

মুক্তাগাছায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেটঃ 2:22 pm | August 04, 2019

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের পাশে মুক্তাগাছা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান রিপন, রফিকুল ইসলাম, আব্দুল করিম আজাদ জুয়েল প্রমূখ।
বক্তারা অবিলম্বে বর্তমান সরকারকে তাদের দাবি মানার আহবান জানান। অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়ার হুমকি দেন।