| |

Ad

ময়মনসিংহে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিক মানববন্ধন

আপডেটঃ 2:20 pm | August 04, 2019


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :- ছেলেধরা গুজব এবং ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা গড়ার লক্ষ্যে এবং ঘুষ, দুর্নীতি, মাদক, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাগো মানুষ শ্লোগান নিয়ে এক ব্যতিক্রমী নাগরিক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার সকালে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত বিভাগীয় কমিশনারের অফিসের সামনে নাগরিক মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ শামীম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, মহিলা সমিতির সাবেক সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, সুজন জেলা শাখার সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেকেয়া আফসারী শিখা প্রমূখ। ###