| |

Ad

ডেঙ্গু ও মশক নিধন প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

আপডেটঃ 12:05 pm | August 03, 2019

স্টার্ফ রিপোর্টার: ডেঙ্গু জ্বর প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সকল পেশাজীবী, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিদের সাথে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদানকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মশক নিধন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সেমিনারসহ ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছেন। মশক নিধন অভিযান উপলক্ষ্যে গতকাল ২ আগষ্ট শুক্রবার ময়মনসিংহ মাসকান্দা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী এনা বাস কাউন্টারে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক স্প্রে করা হয় এবং ঢাকা থেকে আগত প্রতিটি যাত্রীবাহী এনা বাসে স্প্রে করার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মটর মালিক সমিতির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়নরে সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চাঁনু, আওয়ামীলীগ নেতা ও সাবেক কমলাকান্দা উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্যানিটারী ইন্সপেক্টর দীপক মুজমদার, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুব হেলাল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস মন্ডলসহ ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সকল কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।