| |

Ad

তারাকান্দায় আনন্দ শোভযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেটঃ 3:18 pm | November 25, 2017

রফিক বিশ্বাস: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়াল্ড রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিয্য’র স্বীকৃতি লাভ করায় সারা দেশের নেয় গতকাল শনিবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যেগে এক আনন্দ শোভযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ শোভযাত্রা তারকান্দা থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসন্ট্যাড ভাষা সৈনিক শামছুল হক চত্বরে শেষ হয়। শোভযাত্রা শেষে ভাষা সৈনিক, সাবেক এমপি মরহুম শামছুল হক মুক্তমঞ্চে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরীফ আহমেদ এমপি। তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল আলমের পরিচালনায় সভা উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা ) নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার চক্রবর্বী, মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, আজাহারুল হক সরকার, মোজাম্মেল হক, যুবলীগের সাধারন সম্পাদক কামরুজ জামান চাঁনু, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক সুমন বিকাস সরকার, আনোয়ার হোসেন, আ: মান্নান, জুয়েল চৌধুরী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা সমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । শোভযাত্রা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী এবং বেসরকারী সংগঠন অংশগ্রহন করেন।