| |

Ad

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেটঃ 1:55 pm | July 31, 2019


মো. ইসমাইল হোসেন সিরাজী, কলমাকান্দা (নেত্রকোণা) ঃ
জেলার কলমাকান্দা অডিটরিয়ামে বুধবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার সহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আলোচনায় প্রধান অতিথি মানু মজুমদার বর্তমান সময়ে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য উপস্থিত সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস সর্বত্র পালন করার আহ্বান জানান।