| |

Ad

ভালুকায় বনবিভাগ ও এলাকাবাসী সংঘর্ষ, গুলি বর্ষণ আহত-১০

আপডেটঃ 1:43 pm | July 31, 2019

জিয়াউদ্দিন বাসার ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের লোকজন বনবিজ্ঞপ্তিত জমিতে চারা রোপন করতে গেলে বনভূমি জবর দখলকারী ও বনবিভাগের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। এসময় বনবিভাগ ও বনভূমি জবর দখলকারীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল শুরু হলে বনবিভাগ ৪ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, (৩১জুলাই) বুধবার দুপুরে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজ্জামেল হক ও বিট অফিসার আঃ রফিক বনবিভাগের লোকজন ও স্থানিয় কিছু লেভার নিয়ে হবিরবাড়ী মৌজার ১৫৪ দাগে বনবিজ্ঞপ্তিত জমিতে আকাশমনি গাছের চারা রোপন করতে গেলে বনবিভাগের সাথে বনভূমি জবর দখলকারী মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বনবিভাগ ৪ রাউন্ড ফাকা গুলি ছুরে। এঘটনায় বনবিভাগ ও বনভূমি জবর দখলকারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারকে উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।