| |

Ad

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি

আপডেটঃ 4:54 pm | July 30, 2019

সালাউদ্দিন বেলাল : ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইডজ ও জন্মগত হৃদরোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, বিভাগীয় সমাজসেবা কার্যালয়েল পরিচালক তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে ২৪৯ জনকে সর্বমোট ১ কোটি ২৪ লক্ষ ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।