| |

Ad

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন জাতিসংঘের বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য-ধর্মমন্ত্রী

আপডেটঃ 2:58 pm | November 25, 2017

স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ এখন জাতিসংঘের ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য। এটা বাঙ্গালী জাতির এক বিরাট পাওয়া।শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র অসামান্য স্বীকৃতি অর্জন করায় ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত বিশাল আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, ময়মনসিংহ র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামূল আলমসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নেতত্বে মিছিল নিয়ে শোভাযাত্রায় অংম নেন। এতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। পরে নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড় ঘুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নগরীর মোড়ে মোড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার জন্য থমকে যায় ময়মনসিংহ। শোভাযাত্রায় নগরীর ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।আনন্দ শোভাযাত্রা শেষে বিকেল ৩টায় টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র ‘ওরা এগারো জন’ প্রদর্শিত হয়।