| |

Ad

শিশুর প্রতি সহিংসতা বন্ধে, গণমাধ্যমের করণীয় র্শীষক মতবিনিময়

আপডেটঃ 4:23 am | July 30, 2019

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণমাধ্যমের করণীয় নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে নান্দাইল শহরের চন্ডীপাশাস্থ ওয়ার্ল্ড ভিশন সভাকক্ষে আয়োজিত ওই সভায় শিশুর ওপর শারীরিক সহিংসতার চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সুমন রোরাম।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে ১-১৮ বছরের শিশুদের মধ্যে শতকরা ৮২ ভাগ বিভিন্ন সহিংসতার শিকার। দেশে শতকরা ৮৭ ভাগ শিশু পারিবারিক, ৫৭ ভাগ কর্মক্ষেত্রে ও ৭৭ ভাগ শিশু স্কুলে শারীরিক নির্যাতনের শিকার হয়। শিশু নির্যাতন বন্ধে ওয়ার্ল্ড ভিশনে নান্দাইল পৌরসভা সহ ৩টি ইউনিয়নের কাজ করছে। সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষা এবং অর্থনৈতিক কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। সভায় নিজ নিজ পরিবার থেকে শিশুর প্রতি সহিংসতা বন্ধে শপথ নেন সাংবাদিকরা।
আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের প্রোটেকশন অফিসার উজ্জল পেট্টিক কোরাইয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া, অরবিন্দ্র পাল, আলম ফরাজী, এলামুল হক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।