| |

Ad

‘ছেলে ধরা গুজব ও ডেঙ্গু জ্বর’ সম্পর্কে গণসচেতনতায় ময়মনসিংহের দু’সহ¯্রাধিক প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

আপডেটঃ 2:55 pm | July 29, 2019

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:- ‘ছেলে ধরা গুজব ও ডেঙ্গু জ্বর সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার ২ হাজার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে ৬ লাখ ৩৭ হাজার শিশুদের মায়েরা উপস্থিতি ছিলেন।
এরই অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের বলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ মাহাবুব এলাহী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খাঁন, হারুন অর রশীদ, ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্্যাহ আল বাকী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদা পারভীন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও বলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা আক্তার ।
এছাড়াও সোমবার বেলা ১১টা ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ২,১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ লাখ ৩৭ হাজার মায়েদের উপস্থিতিতে ( অর্থাৎ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে) পৃথক উক্ত মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাবকবৃন্দ, এসএমসির সভাপতিসহ সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত মায়েদেরকে ছেলে ধরা গুজব আতংক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে মা ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু জ্বর সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি, আসন্ন ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, বিদ্যালয় পরিচ্ছন্ন কার্যক্রমসহ আসন্ন বন্যা হতে বিদ্যালয়ের সম্পদ রক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।