| |

Ad

মুক্তিযোদ্ধা ডাক্তার উইলিয়াম মং আর নেই

আপডেটঃ 4:49 pm | July 27, 2019

সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলাধীন চরবাঙ্গালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে ১১ সেক্টর কোম্পানী কমান্ডার, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাবেক জি,এস, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি, সভাপতি ডাক্তার উইলিয়াম মং গত ২৬ জুলাই ৭ টা ৪০ মি. রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ কন্যা ও স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এসময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আদিবাসী নেতৃবর্গ এবং শত শত গুণগ্রাহী আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন।