| |

Ad

ময়মনসিংহে ৭০ বছর পুর্তিতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল

আপডেটঃ 4:20 am | July 25, 2019

বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ বছর পুর্র্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালন শেষে গতকাল বুধবার বিকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রায় লাখো মানুষের ঢল নেমেছিল। বর্নাঢ্য শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল গিয়ে শেষ হয়। নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে র‌্যালী পুর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, মনিরা সুলতানা মণি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিস্ট ব্যবসায়ী আমিনুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ড. সামিউল আলম লিটন। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।