| |

Ad

তারাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

আপডেটঃ 5:44 am | July 24, 2019

রফিক বিশ্বাস ॥ ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে গত সোমবার তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারমিন সুলতানা তারাকান্দা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ী হেফাজত থেকে ২৪ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেন এবং মোঃ নজরুল ইসলাম ও শামছুল হককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা মৎস অফিসার শাহনাজ নাজনীন, স্যানেটারী ইন্সেপক্টর মুঞ্জুরুল হক ও আর্মস ব্যাটেলিয়ান পুলিশ উপস্থিত ছিলেন।