| |

Ad

সালাউদ্দিন বেলাল : বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

আপডেটঃ 12:58 pm | July 22, 2019

ময়মনসিংহ ইউনিটের আয়োজনে গত ২২ জুলাই সকালে জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষুব্ধ ব্যক্তির পরিচয় প্রকাশ ও সুরক্ষা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্ট ময়মনসিংহ ইউনিটের সভাপতি এড. মো: জালাল উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ। সংক্ষুব্ধ ব্যক্তির পরিচয় প্রকাশক ও সুরক্ষা বিদ্যামান আইনী কাঠামোর উপর আলোচনা করেন এডভোকেসী ও কমিউনিকেশন ব্লাস্ট এর উপপরিচালক মাহবুবা আক্তার। সভায় বক্তাগণ ভিকটিমের ছবি প্রকাশ এবং নাম প্রকাশ না করার জন্য আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নিয়ামুল কবির সজল, এড. মোজাম্মেল হক, বাবলী আকন্দ, রবীন্দ্র কুমার পাল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।