| |

Ad

ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানের মাইকিং

আপডেটঃ 12:50 pm | July 22, 2019

তারাকান্দা (ময়মনসিংহ) থেকে ॥ গলাকাটা বা ছেলে ধরা মিথ্যা গুজবে অপরিচিত বা সন্ধেহ জনক ব্যক্তিদের মারধর না করে থানা পুলিশে বা ইউপি কার্যালয়ে সোপর্দের জন্য ইউনিয়ন ব্যাপী মাইকিং করেছেন ইউপি চেয়ারম্যান।
জানা গেছে, সারাদেশে গলাকাটা বা ছেলেধরা মিথ্যা গুজবে সন্ধেহভাজন ও অপরিচিত ব্যক্তিদের হত্যা বা আহত করা হচ্ছে। এসব মিথ্যা গুজব বিশ্বাস না করার জন্য এবং এলাকায় সন্ধেহভাজন ও অপরিচিত ব্যক্তিকে মারধর না করে ইউপি কার্যালয়ে বা থানা পুলিশে সোর্পদের জন্য আজ ২২ জুলাই সোমবার উপজেলার গালাগাঁও ইউনিয়ন ব্যাপী মাইকিং করে প্রচার করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া জানান, ইউনিয়নবাসীকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং আইন নিজ হাতে তুলে না নিতে এ প্রচারনা করি। তিনি এলাকায় অপরিচিতি বা সন্ধেহভাজন ব্যক্তিদের পেলে মারধর না করে ইউপি কার্যালয় বা থানা পুলিশে সোপর্দের জন্য অনুরোধ জানিয়েছেন