| |

Ad

খালে বাঁধ দিয়ে মাছ শিকার তারাকান্দা সহ¯্রাধিক একর জমিতে জলাবদ্ধতা

আপডেটঃ 6:47 am | July 17, 2019

রফিক বিশ্বাস,তারাকান্দা (ময়মনসিংহ) থেকে ঃ ময়মনসিংহের তারাকান্দা খালে বাঁধ দিয়ে মাছ শিকার করা উজানের ৪টি গ্রামের সহ¯্রাধিক একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে রোপিত আমন জমির চারা ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম তালদিঘী,কুরকুচিকান্দা,দুগাছি,বগিরপাড়া ও দাদরা গ্রামের মধ্যস্থলে বেলকুড়ি বিল। এ বিলের দক্ষিণ পাশ থেকে একটি খাল রাংসা নদীতে সংযোগ রয়েছে । এ বিলের বৃষ্টিপাতের ফলে এ খাল দিয়ে পানি রাংসা নদীতে প্রবাহিত হয়। গত ক’দিনে প্রবল বৃষ্টিতে বেলকুড়ি বিল পানিতে পরিপূর্ণ হয়ে যায়। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এ খালের শুরুতেই তারাকান্দা-দাদরা পাকা সড়কের দুগাছি নামক এলাকার প্রভাবশালী জয়নাল আবেদীন ,নুরুল ইসলাম, নিজাম উদ্দিন খালে মাটির বাঁধ দিয়ে বড় জাল দিয়ে মাছ শিকার করছে। ফলে এ খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে । এ খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়া উজানের ৫টি গ্রামের সহ¯্রাধিক একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ।