ফুলপুরে বজ্রপাতে ২জন নিহত
আপডেটঃ 3:45 pm | July 13, 2019
ময়মনসিংহের ফুলপুরে পৃথক বজ্রপাতে কৃষকসহ ২ জন নিহত হয়েছে।
জানা গেছে, আজ (১৩ জুলাই) শনিবার দুপুরে উপজেলার পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর পুত্র কৃষক জামাল উদ্দিন (৪০) আমন ধানের চারা রোপনের জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়।
অপরদিকে দুপুরে বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের পুত্র সোহাগ মিয়া (২৩)মাঠে হাসেঁর খাবার দেয়ারকালে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।