| |

Ad

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

আপডেটঃ 3:43 pm | July 13, 2019

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাকৈরগড়া ইউনিয়নে বণ্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১ শত ৮০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

এ উপলক্ষে স্থানীয় এমপি মানু মজুমদার এর নির্দেশনায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তৈল ও ১ কেজি চিনি সহ শুকনা খাবার এর প্যাকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি সুমন চৌধুরী পাভেল, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, ইউ,পি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।